২৪ জুলাই ২০২২(বিবিনিউজ ): আগামী ২৯ জুলাই সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে রাধুনী নিবেদিত চলচিত্র হাওয়া। এ উপলক্ষে গতকাল সন্ধ্যার পর ঢাকার সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রচারণা মুলক অনুষ্ঠান সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এ প্রচারণা মুলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে হাওয়া চলচিত্রের প্রধান অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী,চিত্র নায়িকা নাজিফা তুষি,চলচিত্রটির পরিচালক মেজবাউর রহমান সুমনসহ সকল অভিনয় শিল্পী অংশ গ্রহণ করেন। সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ও ফেসকার্ড প্রডাকশন এর নির্মিত ব্যানারে হাওয়া চলচিত্রটি নির্মিত হয়েছে। এসময় হওয়া চলচিত্রের অভিনয় শিল্পীরা শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়য়ে চলচিত্রটি তুলে ধরেন ও তাদের আমন্ত্রণে সেখানে গান পরিবেশন করেন এবং আগামী ২৯ জুলাই মুক্তির পর হলে গিয়ে হাওয়া সিনেমাটি দেখার আমন্ত্রণ জানান তারা।
আগামী ২৯ জুলাই মুক্তি পেতে যাচ্ছে রাধুনী নিবেদিত চলচিত্র হাওয়া
