স্টাফ রিপোর্টার,১১ ফেব্রুয়ারি,২০২৩(বিবিনিউজ): আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। গতকাল বিকেলে ঢাকার সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আওয়ামী লীগের এই সভাপতিমন্ডলীর সদস্য আরও বলেন,বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার এই সরকারের সময় দেশে শিক্ষা ব্যবস্থাপনায় ব্যাপক উন্নয়ন হয়েছে বলেও বলেন তিনি। পরে তিনি সেখানে শেখ রাসেল আইসিটি ভবন উদ্বোধন করেন।
সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম,স্কুল এন্ড কলেজটির গর্ভনিং বডির সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর এবং অধ্যক্ষ ফরিদ আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।